জয়ের ওপর খেপলেন দেবাশীষ বিশ্বাস!

বিনোদন প্রতিবেদক
২৭ মে ২০২৪, ১৩:০৯
শেয়ার :
জয়ের ওপর খেপলেন দেবাশীষ বিশ্বাস!

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। সেই তালিকায় নাম লিখিয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকাই। তাদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অভিনয় থেকে উপস্থাপনায় এসে নিজের একটা আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। তবে এ তারকার উপস্থাপনার স্টাইল ও ধরণ নিয়ে রয়েছে তর্ক-বিতর্ক, সমালোচনা। যদিও এসব কিছুতে কান না দিয়ে জয় তার কাজ করে যাচ্ছেন আপন গতিতে।

রাজনৈতিক ব্যাক্তি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর দেশ সেরা তারকা মানুষদের সামনে বসিয়ে জয় নানান ধরণের অপ্রিয় প্রশ্ন করে বহুবার হয়েছেন আলোচিত। দর্শকও বেশ আগ্রহ নিয়ে জয়ের এসব অনুষ্ঠান দেখে থাকে এবং ভাইরাল করে দেয়।

তাইতো, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার সিনেমার প্রচারণায় বলেছিলেন, ‘ভাইরালের বাপ শাহরিয়ার নাজিম জয়’।

জয়ের উপস্থাপনায় ‘৩০০ সেকেন্ড’ বা ‘১৩টি প্রশ্ন’র অতিথি হয়ে অনেক তারকাই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। যা নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। আর অনেকেই মনে করেন, জয় আলোচনায় থাকতেই পছন্দ করেন।

এর আগে অনেক তারকা ও ব্যাক্তি জয়ের অনুষ্ঠানের সমালোচনা করলেও এই প্রথম কোন শীর্ষ পর্যায়ের উপস্থাপক তার উপর চটলেন।

তবে সরাসরি নাম না বললেও তিনি যে জয়ের ওপর খেপেছেন তা তার কথাতেই স্পষ্ট। জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘একজন “অউপস্থাপক” কি করে একটি প্রথিতযশা টিভি চ্যানেলে নিয়মিতভাবে ফালতু, বিতর্কিত, অভদ্র, অশ্লীল, অপ্রচারযোগ্য প্রশ্নাবলীসহ চতুর্থশ্রেণীর বাচনভঙ্গি সহকারে অনুষ্ঠান সঞ্চালনা করে! এবং কি করেই বা ওই অনুষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠিত টিভি চ্যানেল বা চ্যানেলসমূহ প্রচার করতে বিন্দুমাত্র দ্বিধা পর্যন্ত বোধ করে না! আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যমূলক ভাবে অপমান করা তো তাদের হাত ধরে এখন প্রায় শিল্পের পর্যায়ে উন্নীত হয়েছে!’