আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের নির্বাহী প্রতিনিধি দল। সকাল ১০টায় গণভবনে এই বৈঠক শুরু হবে।
ওবায়দুল কাদেরের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সালমান এফ রহমানের কর্মসূচি
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সভা করবে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশন। বিকেল ৪টায় আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে এই সভা হবে।
প্রধান বিচারপতির কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের যৌথ উদ্যোগে ‘১৯৭১ সালে বাংলাদেশের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি’ শীর্ষক কর্মশালা হবে। বিকেল সাড়ে ৩টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই কর্মশালা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। কর্মশালায় প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অর্থমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অংশ নেবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরে দুপুর পৌনে ১২টায় একই স্থানে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অংশ নেবেন মন্ত্রী।
বেবিচক চেয়ারম্যানের কর্মসূচি
সকাল ১০টা ৪০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি ফায়ার এক্সারসাইজ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।