বৃষ্টিতে দূষণ কমে ঢাকার বায়ুমানের উন্নতি

অনলাইন ডেস্ক
২৭ মে ২০২৪, ০৯:২৭
শেয়ার :
বৃষ্টিতে দূষণ কমে ঢাকার বায়ুমানের উন্নতি

ঢাকাতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে রয়েছে বাতাসের আধিক্য। এ অবস্থায় শহরটির বাতাসের মান মাঝারি অবস্থায় রয়েছে। তবে এ সময় চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী লোকজন । আজ সোমবার ভোররাত থেকেই এ অবস্থা শুরু হয়েছে।

আজ সোমবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৬৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩২ নম্বরে উঠে এসেছে রাজধানী ঢাকা, যা দূষণের মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।

এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৮০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এছাড়া ১৭৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাস, ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর, ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৫৫।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।