এমপি আনার বেঁচে নেই, প্রমাণ চান মেয়ে ডরিন
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে, তা বিশ্বাস করতে পারছেন না তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আসলেই তাকে হত্যা করা হয়ে থাকলে তার প্রমাণ চান তিনি।
আজ রবিবার দুপুরে কালীগঞ্জে তাদের বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডরিন এ কথা জানান।
তিনি বলেন, ‘বাবার ব্যবহৃত শার্ট-প্যান্ট, জুতা, হাতের দুইটি আংটি, রুপার ব্রেসলেট, চশমা ও পকেটে থাকা চিরুনি যেকোনো একটা তো পাওয়া যাবে। বাবাকে যে অস্ত্র দিয়ে হত্যা করেছে সেটা কেন উদ্ধার করতে পারছে না। আমার বাবার শরীরের এক টুকরো মাংস ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ পাইলে আমি বিশ্বাস করব কিভাবে যে, আমার বাবাকে হত্যা করা হয়েছে।’
এ সময় তিনি বলেন, এই যড়যন্ত্রে যারা জড়িত ও পেছনে যারা লুকিয়ে আছে, তাদেরকে বের করে সঠিক বিচার চাই।
গত ১২ মে চিকিৎসার জন্য এমপি আনোয়ারুল আজিম আনার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যান। সেখানে বরাহনগর থানার মগুলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হলে তার আর খোঁজ মেলেনি। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম।
গত বুধবার সকালে জানা যায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনে তাকে খুন করা হয়েছে।