ঘূর্ণিঝড় রিমাল: জোয়ারের পানিতে তলিয়ে গেছে জেলে পল্লী
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরে জোয়ারের পানিতে তলিয়ে গেছে জেলে পল্লীর ১৩টি বসতবাড়ি। আজ রবিবার দুপুরে জোয়ারে স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বৃদ্ধি পেলে উপজেলার কলবাড়ি জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।
উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে সহায়-সম্বল হারিয়ে কলবাড়ি চুনা নদীর চরে ওই পরিবারগুলো বহু বছর ধরে বসবাস করত। আজ রবিবার দুপুরে নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেলে তাদের বসতবাড়ি তলিয়ে যায়। তবে এ ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ এলাকার সকল বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে এখনও কাজ চলছে।