বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এসসিবির নেতাদের সৌজন্য সাক্ষাৎ
বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এসসিবির নেতাদের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের (এসসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রেজাউল করিমের নেতৃত্বে কাউন্সিলের অন্যান্য পর্ষদ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ রবিবার দুপুর ২টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিপার্স কাউন্সিলের ভাইস চেয়ারম্যান গনেশ চন্দ্র সাহা এবং পরিচালক সৈয়দ মো. বখতিয়ার ও লোকপ্রিয় বড়ুয়া।
সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এসসিবির ক্রেস্ট প্রদান করেন।
এসসিবি চেয়ারম্যান প্রতিমন্ত্রীর কাছে কাউন্সিলের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসায়ী ও রপ্তানিকারকদের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, বাণিজ্য পদ্ধতির সহজীকরণ, রপ্তানি বৃদ্ধিতে সহায়তা প্রদান এবং রপ্তানি পণ্য ও বাজার বহুমূখীকরণে প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’
নবনির্বাচিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশা করেন প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম আরও টেকসই ও গতিশীল হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?