‘জংলি’র সব গানই প্রিন্স মাহমুদের

বিনোদন প্রতিবেদক
২৬ মে ২০২৪, ১৭:৩২
শেয়ার :
‘জংলি’র সব গানই প্রিন্স মাহমুদের

‘প্রিয়তমা’র পর সিনেমার গানেই বেশি পাওয়া যাচ্ছে গুণী গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদকে। শাকিব খানের দুই সিনেমার পর এবার তিনি হাতে নিয়েছেন সিয়াম আহমেদের ‘জংলি’ প্রজেক্টও। আর এই সিনেমার চারটি গানের সংগীত পরিচালনা করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক এম রাহিম।

তিনি বলেন, ‘আমাদের ছবির সঙ্গে প্রিন্স মাহমুদ নামটি ভালোভাবেই যুক্ত করতে পেরেছি। প্রিন্স ভাই আমাদের কিংবদন্তি। “জংলি” ছবির সবগুলো গান তিনিই করেছেন এবং গানগুলো এতো ভালো করেছেন যে, দর্শক-শ্রোতারা গানগুলোতে বুঁদ হয়ে থাকবেন বলে আমার বিশ্বাস।’

এ বিষয়ে প্রিন্স মাহমুদ জানান, এক সিনেমার সব গানের দায়িত্ব এর আগে নেননি তিনি। এটাও একটা ভালো অভিজ্ঞতা।

‘জংলি’র মূল ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন শবনম বুবলী। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলেছে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।