জোয়ারের পানিতে ভেসে এল নারীর মরদেহ
কক্সবাজারের শহরের বাঁকখালী নদীতে ভেসে এসেছে এক নারীর মরদেহ। আজ রবিবার দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন। তিনি বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স ৪০ থেকে ৪২ হতে পারে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মহেশখালী থেকে কক্সবাজার শহরে আসার পথে একটি স্পিডবোটের চালক বঙ্গোপসাগরের বাকঁখালী নদীর মোহনায় মরদেহটি ভাসতে দেখেন। পরে নুনিয়ারছটা ঘাটের স্পিডবোটের লাইনম্যান বিষয়টি পুলিশকে জানান।
এসআই রুহুল আমিন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘রেমাল’র প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।