আন্তর্জাতিক ক্রিকেটে যে রেকর্ড শুধুই সাকিবের

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৪, ১৫:৪০
শেয়ার :
আন্তর্জাতিক ক্রিকেটে যে রেকর্ড শুধুই সাকিবের

আন্তর্জাতিক ক্রিকেটে ৬৯৯ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিলেন সাকিব আল হাসান। তবে সেই মাইলফলক পূর্ণ করতে সাকিবের অপেক্ষা করতে হয়েছে শেষ ম্যাচ পর্যন্ত। প্রথম টি-টোয়েন্টিতে উইকেট না পেলেও রান দেওয়ায় ছিলেন কৃপণ। তবে দ্বিতীয় ম্যাচে দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই দুই ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরেও যায় অপেক্ষাকৃত বেশি শক্তিশালী বাংলাদেশ। 

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ উইকেটের জয় পায় বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ব্যাটে কোনো অবদান নেই সাকিবের। বল হাতেও রাখতে পারেননি উল্লেখযোগ্য ভূমিকা। তবে কাঙ্খিত ১ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। আর তাতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭তম বোলার হিসেবে ছুঁলেন ৭০০ উইকেটের মাইলফলক। 

বোলিংয়ের পাশাপাশি ক্যারিয়ারজুড়ে ব্যাট হাতেও কার্যকরী ছিলেন সাকিব। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করে ফেলেছেন ১৪ হাজার রান। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের পাশাপাশি ৭০০ উইকেটের মালিক, এমন ক্রিকেটার এখন শুধুই সাকিব। 

সাকিবের সবচেয়ে বেশি উইকেট ওয়ানডেতে। প্রিয় এই সংস্করণে ২৪১ ইনিংসে ৩১৭ উইকেট নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। টেস্টে ১২৩ ইনিংসে সাকিবের উইকেটসংখ্যা ২৩৭টি। আর সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট টি-টোয়েন্টিতে সাকিবের উইকেটসংখ্যা ১৪৬টি। 

ব্যাট হাতেও সাকিবের সবচেয়ে পছন্দের সংস্করণ ওয়ানডে ক্রিকেট। এখানে ২৩৪ ইনিংসে ৭ হাজার ৫৭০ রান করেছেন তিনি। ৯টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৫৬টি হাফ সেঞ্চুরি। টেস্টে ১২৩ ইনিংসে ৫ সেঞ্চুরি ও ৩১ হাফ সেঞ্চুরিতে সাকিবের রান ৪ হাজার ৫০৫। আর টি-টোয়েন্টিতে ১২ ফিফটিতে সাকিবের রান ২ হাজার ৪৪০।