পাকিস্তানে আরও এক সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৪, ১৩:৪৯
শেয়ার :
পাকিস্তানে আরও এক সাংবাদিককে গুলি করে হত্যা

পাকিস্তানে আরও এক সাংবাদিককে ‍গুলি করে হত্যা করা হয়েছে। এই নিয়ে চলতি বছর পাঁচজন সাংবাদিক খুন হলেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, খুন হওয়া সাংবাদিকের নাম নাসরুল্লাহ গাদানির। গত মঙ্গলবার সিন্ধ জেলার প্রত্যন্ত অঞ্চলে অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে আহত হওয়ার পর তার চিকিৎসা চলছিল প্রাদেশিক রাজধানী করাচির এক হাসপাতালে। সেখানেই শুক্রবার রাতে মৃত্যু হয় তার।

গাদানির মৃত্যুর সংবাদে সাংবাদিক মহল ও সুশীল সমাজের সদস্যের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে; যার ফলে নিহত সাংবাদিকের জন্য ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শন করা হয়।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এক বিবৃতিতে বলেন, “নাসরুল্লাহের পরিবার ও যে মিডিয়া সংস্থায় তিনি কাজ করতেন তাদের সঙ্গে আমিও গভীরভাবে শোকাহত ও দুঃখিত।” সিন্ধু প্রদেশে মিডিয়া কর্মীদের উপর সম্প্রতি বেশ কয়েকটি হামলার পিছনে শাহের সরকার রয়েছে বলে অভিযোগ তুলেছেন সমালোচকরা।

পাকিস্তানের মানবাধিকার কমিশন বলেছে, দেশে সাংবাদিকরা যে পরিস্থিতির মুখে পড়ছেন তা নিয়ে তারা “গভীরভাবে উদ্বিগ্ন।” তারা গাদানির হত্যার তদন্ত করতে ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে সিন্ধ সরকারকে আহ্বান জানিয়েছে।