আলোচনায় ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’

বিনোদন প্রতিবেদক
২৬ মে ২০২৪, ১৩:০৯
শেয়ার :
আলোচনায় ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’

দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ। কোক স্টুডিও বাংলা’র নতুন গানের মাধ্যমে উদযাপিত হয়েছে দলটির ৪০ বছর। গতকাল শনিবার ওয়ারফেজ প্রকাশ করেছে তাদের জনপ্রিয় গান ‘অবাক ভালোবাসা’। ৩০ বছর পর নতুন আঙ্গিকে এটি প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা।

মূল গানটি ওয়ারফেজের সাবেক লিড ভোকাল বাবনা করিমের লেখা ও সুর করা। ‘অবাক ভালোবাসা’ প্রথম প্রকাশিত হয় ১৯৯৪ সালে। আর এবার গানটির কোক স্টুডিও বাংলা সংস্করণের সংগীতায়োজন ও পারফরম্যান্সে ওয়ারফেজের পাশাপাশি ছিল কোক স্টুডিও বাংলা টিম। সংগীতে ছিলেন তৃতীয় সিজনের সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব, শেখ মনিরুল আলম টিপু এবং সামির হাফিজ।

গানটি শুরু করেছেন বাবনা করিম। গানের শেষ দিকে বর্তমান সদস্য পলাশ নূরকেও গাইতে দেখা যায়।

বাবনা করিম জানান, গানটি তিনি লিখেছিলেন সাগরের তীরে আছড়ে পড়া ঢেউয়ের সামনে বসে। নতুন এই সংস্করণ দিয়ে কালজয়ী মূল গানটিকে সম্মান জানানো হয়েছে। নস্টালজিয়া আর উদ্ভাবনের মিশ্রণে চেষ্টা ছিল তাদের বলে জানান বাবনা।

গানের ভোকালে বাবনার সঙ্গে পলাশ নূরের আগমন বেশ ভালোভাবেই গ্রহণ করেছে শ্রোতারা। গানের গিটারে ছিলেন সামির হাফিজ আর কমল, কিবোর্ডে শামস, ড্রামসে টিপু এবং বেইজে রজার। সব মিলিয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছে ‘অবাক ভালোবাসা’। কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।