মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নতুন করে নৃশংসতা চলছে
মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নতুন করে নৃশংসতা শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার দপ্তর জানিয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী পরিচালিত নতুন সহিংস ও ধ্বংসাত্মক অভিযান চলছে। এই অভিযানে ব্যাপক হারে অপরাধ সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
রাখাইন রাজ্যে বছরের পর বছর নিপীড়নের শিকার হয়ে আসছেন রোহিঙ্গারা। ২০১৭ নিরাপত্তা চৌকিতে আরসার হামলার পর বহু বছর ধরে চলে আসা সামরিক অভিযান তীব্র করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা। আগে থেকে অবস্থান করাদের মিলিয়ে এখন বাংলাদেশের শরণার্থী শিবিরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল সাংবাদিকদের বলেন, ‘আমরা মিয়ানমারের উত্তরআঞ্চলের রাখাইন রাজ্য থেকে বেসামরিক জীবন ও সম্পদের ওপর সংঘাতের প্রভাব সম্পর্কিত ভীতিকর এবং অস্বস্তিকর সংবাদ পাচ্ছি।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি বলেন, ‘সবচেয়ে গুরুতর কিছু অভিযোগের মধ্যে রয়েছে, রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের হত্যা,এবং তাদের সম্পত্তি পোড়ানোর ঘটনা।’
আর সাম্প্রতিক দিনগুলোতে বুথিডং ও মংডু শহর থেকে যুদ্ধের কারণে হাজার হাজার বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে; আরো জানান তিনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
লিজ থ্রোসেল বলেন, ‘গত সপ্তাহে ভুক্তভোগীদের জবানি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, স্যাটেলাইট ইমেজ এবং অনলাইন ভিডিও ফুটেজ ও ছবি থেকে সংগ্রহ করা তথ্য ইঙ্গিত দেয় যে “বুথিডং শহর কার্যত পুড়িয়ে ফেলা হয়েছে।’