কানের স্বর্ণপাম জিতল ‘আনোরা’, আরও পুরস্কার পেলেন যারা

বিনোদন ডেস্ক
২৬ মে ২০২৪, ১২:০৮
শেয়ার :
কানের স্বর্ণপাম জিতল ‘আনোরা’, আরও পুরস্কার পেলেন যারা

জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো প্রাচীন ও ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের ৭৭ তম আসরের। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতল যুক্তরাষ্ট্রের শন বেকারের সিনেমা ‘আনোরা’। নির্মাতার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন পরিচালক জর্জ লুকাস। তার হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন আরেক কিংবদন্তি নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা।

গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় কান চলচ্চিত্র উৎসবের মূল ভবন প্যালে ডে ফেস্টিভ্যালে বসে সমাপ্তি অনুষ্ঠান। যেখানে উপস্থিত হন মূল প্রতিযোগিতা বিভাগের সব বিচারক ও উৎসব কর্তৃপক্ষসহ আমন্ত্রিত অতিথিরা।

উৎসবে একে একে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। ‘আনোরা’ ছাড়াও সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন মিগুয়েল গোমেস। ‘গ্র্যান্ড ট্যুর’র জন্য পুরস্কারটি জিতে নেন তিনি।

স্বর্ণপামের পরেই গ্রাঁ পিঁ পুরস্কারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরে নেওয়া হয়। এবারের আসরে পুরস্কারটি জিতে নিয়েছে ভারতীয় সিনেমা ‘অল উই ইমাজিন এজ লাইট’, এটি পরিচালনা করেছেন পায়েল কাপাডিয়া। এই পুরস্কারের মাধ্যমে কানের মঞ্চে ইতিহাস সৃষ্টি করল ভারতীয় কোনো সিনেমা।

এদিকে, ‘আনোরা’র নির্মাতা শন বেকার পুরস্কারটি উৎসর্গ করেছেন, সব যৌনকর্মীকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। পুরস্কার জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আজ রাতে কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না!’

উৎসবে ‘এমিলিয়া পেরেজ’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন যথাক্রমে জো সালদানা, আদ্রিয়ানা পাজ, সেলেনা গোমেজ এবং কার্লা সোফিয়া। ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন জেসে প্লেমনস। এছাড়াও ‘এমিলিয়া পেরেজ’র জন্য জুরি প্রাইজ পেয়েছেন জ্যাক অডিয়াঁর। উৎসবের ৭৭তম আসরে চিত্রনাট্যের জন্য বিশেষ পুরস্কার দেয়া হলো ইরানী নির্মাতা মোহাম্মদ রসৌলফের ‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’-কে।

এ বছরের কানের মূল প্রতিযোগিতা বিভাগে ছিল ২২টি সিনেমা। এই আসরের মূল প্রতিযোগিতা বিভাগে বিচারক হিসেবে গ্রেটার নেতৃত্বে কাজ করেছেন আমেরিকান অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান, জাপানিজ পরিচালক হিরোকাজু কোরি-এদা, ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক ও চিত্রনাট্যকার হুয়ান আন্তোনিও বায়োনা, ফরাসি অভিনেতা-প্রযোজক ওমর সি।