ফাঁদে পা দিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে ধরা পড়েছে ইসরায়েলি সেনা
হামাসের পাতা ফাঁদে পা দিয়ে অজানা সংখ্যক ইসরায়েলের দখলদার সেনা হতাহত এবং ধরা পড়েছেন বলে দাবি করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। তবে ইসরাইলি সামরিক বাহিনী হামাসের এ দাবি অস্বীকার করেছে।
ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাসের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
গণমাধ্যমটি জানায়, একটি টানেলে ইসরায়েলের ইহুদিবাদী সেনাদের জন্য ফাঁদ পেতেছিল হামাস। আর সেই ফাঁদে পা দিয়েছিল ইসরাইলি সেনারা। এতে অজানা সংখ্যক দখলদার সেনা হতাহত এবং ধরা পড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামাসের সামরিক শাখা কাশেম বিগ্রেডের মুখপাত্র আবু ওবাইদা এ তথ্য জানিয়েছেন। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে এই ঘটনা ঘটানো হয় বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তবে হামাসের এ দাবি অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
আল জাজিরায় পাঠানো এক রেকর্ড বার্তায় আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘আমাদের যোদ্ধারা ইহুদিবাদী বাহিনীকে একটি সুড়ঙ্গের মধ্যে অতর্কিত হামলার জন্য প্রলুব্ধ করে। এ সময় আমাদের যোদ্ধাদের হামলায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে কেউ কেউ নিহত, আহত এবং বাকিদের বন্দি করা হয়েছে।’
কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী হামাসের সশস্ত্র শাখার এ দাবি অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে, তাদের কোনো সৈন্যকে হত্যা বা অপহরণ করা হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এদিকে হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র ওসামা হামাদান বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না। এ ধরনের আলোচনা বরং ইসরাইলকে গাজায় আরও বেশি হামলার সুযোগ করে দেয়।’
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজার ৪২০ জন।