একমাত্র আওয়ামী লীগই জনগণের দল: মাহবুবুর

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৫ মে ২০২৪, ২১:২৮
শেয়ার :
একমাত্র আওয়ামী লীগই জনগণের দল: মাহবুবুর

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। সকল ক্ষেত্রেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমানভাবে উন্নয়ন করে যাচ্ছেন। কারণ একমাত্র আওয়ামী লীগই জনগণের দল।

আজ শনিবার বিকেলে ঢাকার দোহার উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে ৪টি বাস্তবায়িত প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুব বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রেখেছে ঢাকা জেলা পরিষদ। প্রকল্প বাস্তবায়নের ফলে এই অঞ্চলের জনগোষ্ঠীর ব্যাপক অগ্রগতি হয়েছে। আ.লীগ ক্ষমতায় আছে বলেই এতো উন্নয়ন সম্ভব হচ্ছে। তিনি দেশবাসীর কাছে শেখ হাসিনার জন্য দোয়া কামনাও করেন।

তিনি আরও বলেন, বিগত বছরেও সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। নতুন নতুন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ঢাকা জেলা পরিষদ উন্নয়নের মাইল ফলক হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী মোতালেব হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ শাহাবউদ্দিন, হাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন সাজু, আবু তালেব মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।