স্বর্ণের ভরিতে কমল ১২৮৩ টাকা
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে।
নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৭ হাজার ১৭৭ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২৩৬ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ৮৪৬, ১৮ ক্যারেটে ১ হাজার ৬২ টাকা কমিয়ে ৯৫ হাজার ৮৬৬ এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ৮৭৫ টাকা কমিয়ে ৭৯ হাজার ২৫৭।
স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬, ১৮ ক্যারেট ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ২৮৩।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার