অবশেষে মেট্রোরেল চলাচল শুরু
বৈদ্যুতিক বিভ্রাটের কারণে ঘণ্টাখানেক বন্ধ থাকার পর শুরু হয়েছে মেট্রোরেল চলাচল। আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়। এর আগে সন্ধ্যা ৭টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক সংবাদমাধ্যমকে বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। পরে আবার চালু হয়।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তবে মেট্রোরেলের একাধিক যাত্রী সংবাদমাধ্যমকে বলেন, ঘণ্টাখানেক বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। অনেক যাত্রী মেট্রোরেল থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে চলে গেছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এর আগে এমআরটি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদ খান সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমরা জেনেছি সেন্ট্রাল সার্ভারে জটিলতার কারণে যেখানে যেখানে মেট্রোরেল আছে, সবখানে আটকে আছে। তারা (মেট্রোরেল কর্তৃপক্ষ) চেষ্টা করছে বলে আমাদের জানিয়েছেন। অল্প সময়ের মধ্যে সমাধান হবে।’