‘ছেঁড়া প্যান্ট’ পরা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে আত্মহত্যা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
২৫ মে ২০২৪, ২০:২৭
শেয়ার :
‘ছেঁড়া প্যান্ট’ পরা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে আত্মহত্যা

দিনাজপুরের বিরামপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সেলিম (২৫) নামের এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পলিপ্রায়াগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রহমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সেলিম গ্রামের বাবু শেখের ছেলে। প্রতিদিনের মতো সকালে ধান কাটতে যান সেলিম। দুপুরে কাজ থেকে বাড়ি ফিরে ছেঁড়া প্যান্ট পরা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এক সময় রাগ করে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’