ঘূর্ণিঝড় রেমাল: প্রস্তুত সাড়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক

বাগেরহাট প্রতিনিধি
২৫ মে ২০২৪, ১৯:২৯
শেয়ার :
ঘূর্ণিঝড় রেমাল: প্রস্তুত সাড়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক

বাগেরহাটের শরণখোলায় শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থানীয়ভাবে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। এছাড়া, ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জেলার ৩৫৯ আশ্রয়কেন্দ্র। জরুরি কাজে অংশগ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩ হাজার ৫০৫ জন স্বেচ্ছাসেবক।

আজ শনিবার বিকেল ৬টা থেকে বাগেরহাটের শরণখোলায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর আগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা থেকে ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি বিষয়ে জানানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে করা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা থেকে জানানো হয়, নদীতে থাকা মাছ ধরা ট্রলারগুলো উপকূলের ছোট ছোট খালে আশ্রয় নিয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে চালানো হচ্ছে জনসচেতনামূলক প্রচার-প্রচারণা।

জেলা প্রশাসনসূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় জেলায় ৩৫৯ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৩ হাজার ৫০৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরি কাজে অংশগ্রহণের জন্য। জরুরি ত্রাণ রয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা ও ৬৪৩ মেট্রিক টন চাল।

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনূর রশিদ আমাদের সময়কে বলেন, ‘ঘূর্ণিঝড় রেমাল এখন ৪৭৫ কি.মি. দক্ষিণে গভীর নিম্মচাপ রুপে অবস্থান করছে। বাতাসে একটানা ৫০ বা তার বেশি গতিবেগে জড়োহাওয়াসহ ঘূর্ণিঝড় হতে পারে। এর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জানান, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে (ইউএনও) নির্দেশনা দেওয়া হয়েছে। বিপদ সংকেত জারি হলে তারা এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করবেন। শুকনো খাবার, ওষুধ, ঢেউটিন ও নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ বাহিনী, কোস্ট গার্ড, পানি উন্নয়ন বোর্ড।