চীনে গেল আওয়ামী লীগের ৫০ সদস্যের প্রতিনিধিদল
চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) আমন্ত্রণে দেশটি সফরে গেল ক্ষমতাসীন আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হয়েছে দলটি। চীনে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। প্রতিনিধিদলে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন লীগের নেতারা রয়েছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আওয়ামী লীগের প্রতিনিধিদলটির সদস্যরা চীনের কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা অংশ নেবেন। পাশাপাশি তারা চীনের মানুষ পার্টির নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এর আগে প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী তানভীর শাকিল জয় সংবাদমাধ্যমকে বলেন, ‘ঝেজিয়াং প্রদেশে কর্মশালা ও মতবিনিময় সভায় আমরা অংশ নেব। ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত সেখানে থাকব। চীনা কমিউনিস্ট পার্টি কীভাবে কাজ করে, তাদের রাজনৈতিক কাঠামো কেমন, সরকার এবং জনগণের সঙ্গে তাদের সম্পর্ক রেখে রাজনীতি তারা কীভাবে পরিচালনা করেন এ বিষয়ে তাদের কার্যক্রম আমরা পরিদর্শন করব। এ কার্যক্রম শেষে ১ জুন আমরা বেইজিংয়ে যাব। আগামী ২ ও ৩ জুন আমরা চীনা কমিউনিস্ট পার্টির হেড কোয়ার্টার পরিদর্শনসহ তাদের পার্টির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মতবিনিময় করব। ৪ জুন রওনা হয়ে ৫ তারিখে বাংলাদেশে ফিরব।’