বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিদাস চৌধুরীহাট প্রকাশ মগ্যার হাটের দক্ষিণ পাশে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহছনা পাড়া এলাকার বাসিন্দা মৃত মো. আলী হোসেনের ছেলে আবদুল মোতালেব টিটু (৭০) ও ধলই ইউনিয়নের মনিয়া পুকুর পাড় রহমত দীঘি এলাকার বাসিন্দা মৃত সামসু মিয়ার ছেলে মো. আবছার (৫৫)।
আহতরা হলেন- অটোরিকশা চালক মো. শাহাদাত (৩২) ও নূর মুহাম্মদ (৩০)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে খাগড়াছড়ি থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামে যাচ্ছিল। বাসটি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মগ্যারহাট এলাকায় পৌঁছালে নাজিরহাটমুখী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুইজন নিহত ও চালকসহ আরেক যাত্রী আহত হন।
নাজিরহাট হাইওয়ে থানার পরিদর্শক মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনায় অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ওই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।