ঘূর্ণিঝড় রেমাল: বরগুনায় ৬৭৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বরগুনায় ৬৭৩ আশ্রয়কেন্দ্র ও ৩ মুজিব কেল্লা প্রস্তুত করা হয়েছে। এতে ৩ লাখ ২১ হাজার ২৪৪ জন মানুষ আশ্রয় নিতে পারবেন।
আজ শনিবার বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় জানানো হয়, সাধারণ মানুষকে রেসকিউ করতে প্রস্তুত রয়েছেন ৯ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবীসহ মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা।