বিয়ের ৩ ঘণ্টা পর নদীতে গোসলে নেমে বর নিখোঁজ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
২৪ মে ২০২৪, ২২:৩৩
শেয়ার :
বিয়ের ৩ ঘণ্টা পর নদীতে গোসলে নেমে বর নিখোঁজ

বরিশালের উজিরপুরে বিয়ে করে ফিরে গায়ে হলুদ দিয়ে নদীতে গোসল করতে নেমে মিরাজুল ইসলাম আরিফ (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ওই যুবক নিখোঁজ হন বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান।

মিরাজুল ইসলাম আরিফ গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা। তিনি আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়ির চালক হিসেবে কাজ করছেন। 

ওসি জানান, মিরাজুল ইসলাম আজ সকাল ৯টায় গাববাড়ী এলাকার নিপা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পরে গায়ে হলুদ দেওয়া হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে দুইভাই ও একজন প্রতিবেশীকে নিয়ে আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামেন। এ সময় স্রোতের টানে তিনজন ভেসে যান। তখন স্থানীয়রা দুই জনকে উদ্ধার করতে পারলেও।নিখোঁজ হয় বর আরিফ।  

উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরিদের টিম লিডার মো. নজরুল ইসলাম বলেন, ‘নতুন বিয়ে করা বর স্রোতের টানে ভেসে গিয়েছে। তার সন্ধানে ডুবুরিরা নদীতে তল্লাশি করছেন। 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশের একটি টিম উদ্ধার অভিযানে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরিফের সন্ধান পাওয়া যায়নি ।