শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির

অনলাইন ডেস্ক
২৪ মে ২০২৪, ২১:১৬
শেয়ার :
শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ ডিএমপির

ডিএমপির লোগো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার রাজধানীর বঙ্গবাজার বিপণিবিতানের নির্মাণকাজ উদ্বোধন করবেন। এ উপলক্ষে বঙ্গবাজারের আশপাশের কিছু এলাকায় সর্বসাধারণ ও যান চলাচলে সুনির্দিষ্ট ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ নির্দেশনা পালনে অনুরোধ করেছে ডিএমপি। তারা জানিয়েছে, হাইকোর্ট ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে, ফুলবাড়িয়া ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং এবং নিমতলী ক্রসিংয়ে রাস্তা বন্ধ করা হবে বা ডাইভারশন দেওয়া হবে।

উল্লিখিত সময়ে নগরবাসীকে এসব এলাকা ও সড়ক পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করেছে ডিএমপি।