জাতীয় প্রেসক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৪, ২০:৫৭
শেয়ার :
জাতীয় প্রেসক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় প্রেসক্লাবের সদস্য, কর্মকর্তা কর্মচারী ও তাদের নির্ভরশীলদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প করল ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং সন্ধানী জাতীয় চক্ষু দান সমিতি। আজ শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল ও জহুর হোসেন চৌধুরী হলে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পটি উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, বিশেষ অতিথি ছিলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান এবং সন্ধানী জাতীয় চক্ষু দান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইস লিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য কল্যাণ সাহা, কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দিকী সুমা, সৈয়দ আবদাল আহমদ, মোহাম্মদ মোমিন হোসেন, সীমান্ত খোকন, কোষাধক্ষ্য সাহেদ চৌধুরী, অ্যাডমিন মো. সেলিম, ইনসাফ বারাকাহ হাসপাতালের ডেপুটি সুপারিনডেনটেন্ট ডা. মো. সিরাজ উদ্দিন, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর নজরুল ইসলাম চৌধুরী শাওন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, পাবলিক রিলেশন অফিসার মো. সোহরাব আকন্দ, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া, পাবলিক রিলেশন এক্সিকিউটিভ মো. আতাবুর রহমান, এক্সিকিউটিভ সাদ আব্দুল্লাহ, সিনিয়র স্টাফ নার্স অনামিকা রায়, ল্যাব টেকনিশিয়ান মুক্ত আক্তার, মো. জাহিদ প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে আসা সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীলদের জন্য স্বাস্থ্যসেবা হেলথ চেকআপ, ডায়াবেটিস এবং কিডনি সম্পর্কিত ‘আরবিএস ও সিরাম ক্রিয়েটিনিন’, চক্ষু পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ বিনামূল্যে করা হয়।

 জাতীয় প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক মোঃ আশরাফ আলী বলেন, সদস্য, কর্মকর্তা কর্মচারী ও তাদের নির্ভরশীলদের জন্য স্বাস্থ্যসেবা কথা চিন্তা করে ফ্রি মেডিকেল ক্যাম্পটি করা হয়েছে। সমাজে এ ধরনের যত প্রতিষ্ঠান আছে তারা সবাই যদি মানুষের সেবায় এভাবে এগিয়ে আসে তাহলে স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। সরকারের একার পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে। তাই সকল স্বাস্থ্যসেবায় জড়িত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ ছাড়া ইনসাফ বারাকাহ হাসপাতাল এবং সন্ধানী জাতীয় চক্ষু দান সমিতিকেও বিশেষভাবে ধন্যবাদ জানান প্রেসক্লাবের এ নেতা।

 ইনসাফ বারাকাহ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় এ ধরনের ফ্রি ক্যাম্পের আয়োজন করে থাকি। আর এ কাজটি আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই করে থাকি।’