আইসিজের রায় আজ, কী আছে নেতানিয়াহুর ভাগ্যে?
অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘটিত অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতা ইসমাইল হানিয়াসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)। আজ শুক্রবার নেদারল্যান্ডসের হেগ থেকে এই সংক্রান্ত রায় দিতে পারে সর্বোচ্চ আদালত। সংস্থাটি চিফ প্রসিকিউটরের সাম্প্রতিক মন্তব্যে তেমনটাই আভাস মিলেছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট এবং তিন হামাস নেতা হানিয়েহ, সিনওয়ার ও দাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর চিফ প্রসিকিউটর করিম খান।
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েল বলেছে, এটি ‘নজিরবিহীন অপমান’। এই গ্রেপ্তারি পরোয়ানা আবেদনের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন, ইসরায়েল এবং হামাসকে এক কাতারে দেখা ঠিক নয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রোম সনদ স্বাক্ষরকারী ১২৪টি দেশের মধ্যে নেই রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। এতে সই করেনি ইসরায়েলও। ফলে গ্রেপ্তারি পরোয়ান জারি হলেও তাকে গ্রেপ্তারের বিষয়টি একটু জটিল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গ্রেপ্তারের ঝুঁকি এড়িয়ে ঘনিষ্ঠ মিত্র পশ্চিমা দেশগুলোতে সফর করতে পারবেন না।
অবশ্য আইসিসি বলেছে, ফিলিস্তিন এ সনদে স্বাক্ষর করায় গাজায় সংঘটিত ফৌজদারি অপরাধের বিচার করার এখতিয়ার তার রয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস