এভারেস্টে নিখোঁজ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৪, ১৪:৩৩
শেয়ার :
এভারেস্টে নিখোঁজ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

এভারেস্ট জয় করতে গিয়ে নিখোঁজ হওয়া পর্বতারোহীর খোঁজ মিলেছে। গতকাল বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকে খোঁজ মিলছিল না কেনিয়ার ৪০ বছর বয়সী পর্বতারোহী জশুয়া কিরুই ও তার নেপালি গাইড ননাং শেরপার। জশুয়া পর্যাপ্ত অক্সিজেনও সঙ্গে নেননি। তিনি অতিরিক্ত অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করা প্রথম আফ্রিকান হতে চেয়েছিলেন।  

এখনো শেরপার খোঁজ পাওয়া যায়নি। নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ হওয়িার আগে জশুয়া অস্বাভাবিক আচরণ করছিলেন। তিনি ফিরে আসতে চাননি। এমন কি সিলিন্ডার থেকে অক্সিজেন খাওয়ার চেষ্টা করেছেন।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা গৌতম খিম বলেছেন, এভারেস্টে সর্বোচ্চ শৃঙ্গ থেকে মাত্র ২০ মিটার দূরে জশুয়ার মরদেহ মিলেছে। তবে তিনি এভারেস্ট জয় করতে পেরেছিলেন কি না তা নিশ্চিত নয়।