পাপুয়া নিউ গিনিতে ভূমিধস, শতাধিক নিহতের আশঙ্কা

আন্তজাতিক ডেস্ক
২৪ মে ২০২৪, ১৩:৫৮
শেয়ার :
পাপুয়া নিউ গিনিতে ভূমিধস, শতাধিক নিহতের আশঙ্কা

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে শতাধিক মানুষ নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোররাত ৩টার দিকে এনগা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসের ওই ঘটনা ঘটে।

ভূমিধসের পর স্থানীয়রা উদ্ধারকাজে নেমে পড়েন। তারা ভূমিধসে নিহতদের সংখ্যা ১০০ ছাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। নিহতের সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে স্থানীয়দের ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ বের করে আনতে দেখা গেছে। এসময় সেখানে বড় বড় পাথরের টুকরা এবং গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়।

ভূমিধসের কারণে পোরগেরা শহরে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে। রাস্তাটি পুনরায় মেরামত না করা পর্যন্ত স্থানীয়দের খাবার, জ্বালানি এবং অন্যান্য নিত্যপণ্যের সংকটে থাকতে হবে।