জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত রাইসি
নিজ জন্মভূমি মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রেসিডন্ট ইব্রাহিম রাইসি। গতকাল বৃহস্পতিবার শিয়াদের মূল সমাধি ইমাম রেজার পবিত্র মাজারে সমাহিত করা হয়েছে তাকে। কাতারভিত্তিক সংবাদমাদ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান রাইসি। তার সঙ্গে থাকা হেলিকপ্টারের ৯ আরোহীও নিহত হন। তাদের মধ্যে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানও।
মাশহাদের মেয়র মোহাম্মদ রেজা গালান্দারের মতে, আনুমানিক ৩০ লাখ মানুষ রাইসির দাফনে অংশ নেন। ইরানের বিভিন্ন শহর ছাড়াও পার্শ্ববর্তী ইরাক, আফগানিস্তান, পাকিস্তান ও তুরস্ক থেকে অনেকেই এতে যোগ দেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
স্থানীয় সময় সাড়ে ৭টায় দক্ষিণ খেরাসন প্রদেশের বিরজান্দ শহরে রাইসির শেষবিদায় অনুষ্ঠান শুরু হয়। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রেসিডেন্ট রাইসিকে তেহরানে ‘অগণিত মানুষ’ শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার সকালে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে রাইসি ও তার হেলিকপ্টারের সহযাত্রীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস