না ফেরার দেশে অমিতাভ বচ্চনের ‘ডুপ্লিকেট’

বিনোদন ডেস্ক
২৪ মে ২০২৪, ১১:০৪
শেয়ার :
না ফেরার দেশে অমিতাভ বচ্চনের ‘ডুপ্লিকেট’

হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মারা গেলেন অমিতাভ বচ্চনের ‘ডুপ্লিকেট’ ফিরোজ খান। তিনি বলিউড শাহেনশাকে কপি করে খ্যাতি অর্জন করেছিলেন।

অবিকল বিগ বি’র মতো চুল, তার মতো দাড়ি ছিল ফিরোজ খানের। পোশাক-আশাক থেকে চলন-বলন সবেতেই অমিতাভ বচ্চনকে নকল করতেন তিনি। 

সম্প্রতি তিনি অভিনয় করছিলেন সোনি সবের কমেডি জঁর সিরিয়াল ‘ভাবিজি ঘর পর হ্যায়’তে। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টিম।

ফিরোজ খান শুধু অমিতাভকে নকল করতেন না, তিনি ছিলেন অমিতাভের অন্ধ ভক্ত। সেই কারণেই হয়ত অমিতাভের সমস্ত সিনেমার সংলাপ গড়গড়িয়ে বলে চলতেন। কখনও কুলি তো কখনও জঞ্জিরের হিট সংলাপের ভিডিও সোশ্যালে আপলোড করে কুড়োতেন ভক্তদের প্রশংসা।

ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। শুধু ভাবিজি ঘর পর হ্যায় নয়, ‘জিজাজি ছাদ পর হ্যায়’ ‘সাহেব বিবি অউর বস’, ‘হাপ্পু কি উলটান পালটান’, ‘শক্তিমান’-এর মতো সিরিয়ালেও অভিনয় করেছেন এই ‘ডুপ্লিকেট অমিতাভ বচ্চন’।

আদনান স্বামীর জনপ্রিয় মিউজিক ভিডিও ‘থোড়ি সি তো লিফট করাদে’ সহ বেশকিছু হিন্দি সিনেমাতেও দেখা মিলেছে তার। 

অমিতাভ বচ্চনের পাশাপাশি, শাহরুখ খান, ধর্মেন্দ্র, সানি দেওলের মতো তারকাদেরও নকল করার জন্য তিনি দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন। 

তার আচমকা মৃত্যুর খবরে শোকস্তব্ধ অনুরাগীরা।