যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৪, ০৯:০৯
শেয়ার :
যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, ব্রিটিশ লক্ষ্যবস্তুতে তারা সরাসরি হামলা করতে পারে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে রাশিয়া।’

তিনি বলেন, ‘এমন পরিস্থিতি তৈরি হলে ব্রিটিশ নিশানায় সরাসরি হামলা চালানো হবে।’ ইউক্রেন ভূখণ্ড এবং এর বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দেন তিনি।

এর আগে চলতি মাসের শুরুরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের দেওয়া অস্ত্র ব্যবহার করতে পারে। তার এমন ঘোষণার পর মস্কো এবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি ইউক্রেন সীমান্তে সম্প্রতি পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া। এরজন্যও ক্যামেরনের বক্তব্যকে সামনে এনেছেন পুতিন।

এর আগে চলতি মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, ‘কিয়েভ অনুরোধ করলে ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে ফ্রান্স।’ তার এমন ঘোষণার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ভেতরে হামলার জন্য যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহারের কথা জানান।

এর আগে হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, ‘পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে উঠেপড়ে লেগেছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপ কতটা ভয়াবহ হেতে পারে তা তারা কল্পনাও করতে পারছে না।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘পশ্চিমা দেশগুলোকে অবশ্যই বুঝতে হবে, আমাদের কাছে এমন অস্ত্রও রয়েছে যা তাদের ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এসব (প্রস্তাব) পারমাণবিক যুদ্ধ ও সভ্যতার ধ্বংসের হুমকি দেয়। তারা কি এটা বুঝতে পারে না?’