রাজধানীতে কাল বাপ্পা মজুমদারের বিশেষ কনসার্ট

বিনোদন প্রতিবেদক
২৩ মে ২০২৪, ১৭:৩১
শেয়ার :
রাজধানীতে কাল বাপ্পা মজুমদারের বিশেষ কনসার্ট

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সংগীত ক্যারিয়ারের তিন দশক উদ্‌যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। ‘দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার’ শিরোনামে এটি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে। আয়োজনে আজব কারখানা।

সন্ধ্যায় শুরু হওয়া এই কনসার্টে বাপ্পা মজুমদার গেয়ে শোনাবেন তার শ্রোতাপ্রিয় গানগুলো। শিল্পীর কথায়, ‘গত ৩ দশকে অনেক গান করেছি। যার জন্য শ্রোতাদের অপরিসীম ভালোবাস পেয়েছি। তবে শ্রোতাদের সময় নিয়ে অনেক গান শোনানোর সুযোগ হরহামেশা পাই না। সেদিক দিয়ে এমন আয়োজন খুবই প্রশংসার দাবিদার। এই আয়োজনে শ্রোতাদের ও নিজের প্রিয় গানগুলো গাইতে পারব। আশা করি, এটি দারুণ একটি কনসার্ট হবে।’