প্রতিপক্ষের হামলায় মায়ের কোলে থাকা নবজাতক নিহত

অনলাইন ডেস্ক
২২ মে ২০২৪, ১৯:০৪
শেয়ার :
প্রতিপক্ষের হামলায় মায়ের কোলে থাকা নবজাতক নিহত

রাজধানীর আদাবরে প্রতিপক্ষের হামলায় মায়ের কোলে থাকা কবির হোসেন নামের ২০ দিন বয়সী এক নবজাতক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সে হামলার শিকার হলে আজ বুধবার আদাবরে নিজ বাসায় সে মারা যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, শিশু কবির হোসেনের বাবা আবদুস সাত্তার পেশায় রিকশাচালক ও তার মা মিতু বেগম গৃহিণী। সন্তানদের নিয়ে তারা আদাবরের নবোদয় বাজারের পাশে একটি টিনশেড ঘরে থাকেন। গতকাল রাতে সাত্তারের বড় ছেলে অলি হাসান (৫) নবোদয় বাজারের মাঠে প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলছিল। একপর্যায়ে দুই শিশুর মধ্যে মারামারি হয়।

তিনি বলেন, খবর পেয়ে কবিরের মা-বাবা ও মারামারিতে অংশ নেওয়া শিশুটির বাবা জাহাঙ্গীর হোসেন, মা ঝুমা আক্তার, ঝুমার মা মোমেনা বেগম ও ঝুমার মামা রুবেল ছুটে আসেন। একপর্যায়ে তারা সাত্তার-মিতু বেগমের ওপর হামলা চালান। এতে মিতুর কোলে থাকা শিশু কবির হোসেনের নাকে ঘুষি লাগে। শিশু কবির, অলিসহ তার মা-বাবা স্থানীয় এক চিকিৎসককে দেখান।

ওসি বলেন, চিকিৎসক কবিরের মা-বাবাসহ সবাইকে চিকিৎসা দিলেও শিশুটির কিছুই হয়নি বলে জানান। পরে শিশু কবিরকে নিয়ে মা-বাবা তাদের বাসায় ফিরে আসেন। পরে আজ ভোররাতে শিশুটির নাক দিয়ে রক্ত বের হতে থাকে এবং একপর্যায়ে তার মৃত্যু হয়।

তিনি বলেন, শিশু কবিরকে হত্যা ও তার পরিবারকে মারধর করার ঘটনায় মোমেনা বেগম ও তার ভাই রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।