ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণায় ৩ দেশের কূটনীতিককে ডেকে পাঠাল ইসরায়েল
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইউরোপের তিন দেশ থেকে কূটনীতিকদের দেশে ডেকে পাঠিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য কূটনীতিকদের ডাকা হয়েছে।
আগামী মঙ্গলবার (২৮ মে) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। প্রথমে নরওয়ে ও স্পেন ২৮ মে তারিখ চূড়ান্ত করে। পরে আয়ারল্যান্ডের পক্ষ থেকেও জানানো হয়, তারাও সেদিন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। দেশগুলো বলছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে সহায়তা করবে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় ইসরায়েল চুপ করে থাকবে না। আজকের এই ঘটনা ফিলিস্তিন ও বিশ্বকে বার্তা দিচ্ছে যে সন্ত্রাসের মাধ্যমে জয় আসে। হলোকাস্টের পর ইহুদিদের ওপর সবচেয়ে বড় হামলা চালিয়েছে হামাস। আর তাদের পুরস্কৃত করছে এই দেশগুলো।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে স্পেনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হামাসের পক্ষ নিয়ে এই পদক্ষেপ নেয়নি। সাধারণ ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারের কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস