আগামী সপ্তাহেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের ৩ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৪, ১৫:৪৩
শেয়ার :
আগামী সপ্তাহেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের ৩ দেশ

আগামী মঙ্গলবার (২৮ মে) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রথমে নরওয়ে ও স্পেন ২৮ মে তারিখ চূড়ান্ত করে। পরে আয়ারল্যান্ডের পক্ষ থেকেও জানানো হয়, তারাও সেদিন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছ।

দেশগুলো বলছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে সহায়তা করবে। তবে এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। এটিকে একটি ‘বিকৃত পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে তারা বলেছে ‘এটি কেবল অস্থিতিশীলতাকেই বাড়িয়ে তুলবে’।

স্পেনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হামাসের পক্ষ নিয়ে এই পদক্ষেপ নেয়নি। সাধারণ ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারের কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অসলোতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর, মাদ্রিদে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ২৮ মে’র মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ১৪০টি দেশ ইতোমধ্যেই রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাকি দেশগুলো এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।