আনোয়ারুল আজিম ও মানু মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমদের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রসঙ্গত, সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আজিম। পরে আজ কলকাতায় তার মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?