আনোয়ারুল আজিম ও মানু মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২৪, ১৪:০৩
শেয়ার :
আনোয়ারুল আজিম ও মানু মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমদের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আজিম। পরে আজ কলকাতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার।