দুর্বৃত্তের গুলিতে আহত ইউপি চেয়ারম্যান

রাঙামাটি প্রতিনিধি
২২ মে ২০২৪, ১৪:০০
শেয়ার :
দুর্বৃত্তের গুলিতে আহত ইউপি চেয়ারম্যান

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত মধ্যরাতে উপজেলার বড়থলি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আতোমং মারমা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন, আতোমং মারমা নিজেই মোবাইল ফোনে আমাকে গুলি করার বিষয়টি জানিয়েছেন।’

তিনি বলেন, ‘আতোমং মারমা খুব বেশি কথা বলতে পারেননি। শুধু বলেছেন- আমাকে গুলি করা হয়েছে, স্যার আমি বাঁচব নাকি মরে যাব জানি না, আমায় আশীর্বাদ করবেন।’

তঞ্চঙ্গ্যা আরও বলেন, ঘটনাটা কারা ঘটিয়েছে তা জানা যাচ্ছে না। আমরা ধারণা করছি উপজেলা নির্বাচনের রেশ ধরেই তাকে গুলি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, আতোমং মারমা আহত হওয়ার খবরে ছুটে যান সেনাবাহিনী ও নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। সেখান থেকে তাকে তাকে উদ্ধার করে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা। 

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি নিজের ইউনিয়নে উপজেলা নির্বাচনের কার্যক্রম শেষে ফিরছিলেন বলে জানান স্থানীয়রা।