‘সবাই একটু পাগল হয়ে গেছিলাম’

বিনোদন প্রতিবেদক
২২ মে ২০২৪, ১৩:৪৭
শেয়ার :
‘সবাই একটু পাগল হয়ে গেছিলাম’

রাজনীতি আর ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় ছিলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে সম্প্রতি নায়িকা জানিয়েছেন অভিনয়ে ফেরার কথা। তার আগে দিয়েছেন বিচ্ছেদের ঘোষণা। এবার নিজেকে পুরোপুরি প্রস্তুত করছেন তিনি। যার প্রথম ঝলক মিলেছে গতকাল মঙ্গলবার রাতে।

এদিন মাহি তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, হিন্দি গান ‘হার ফান মাওলা’র সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন তিনি। আর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘সেদিন শ্যুটের মাঝখানে সবাই একটু পাগল হয়ে গেছিলাম।’

গোলাপি, কালো রঙের পোশাকে যে মাহিকে দেখা গেল তাতে অবাক, বিস্মিত তার ভক্ত-অনুরাগীরা। কারণ এমন ফিট, আকর্ষণীয় রূপে তাকে নিকট অতীতে আর দেখা যায়নি।

শুধুই কি ফিটনেস? না, গানের সঙ্গে নৃত্যের মুদ্রা থেকে মুখের ভঙ্গি; সবেতেই বুঝিয়ে দিলেন, গ্ল্যামারাস নায়িকা হিসেবে এখনও প্রথম সারিতেই অবস্থান করেন মাহিয়া মাহি।

খোঁজ নিয়ে জানা গেছে, একটি ফটোশুটে অংশ নিতে গিয়েই এমন নাচের অনুশীলনে অংশ নিয়েছেন অগ্নিকন্যা’খ্যাত এই চিত্রনায়িকা। এর কোরিওগ্রাফি নির্দেশনা দিয়েছেন আরোহী ইসলাম অণু। আর ক্যামেরায় ছিলেন সৈয়দ শাহেওয়ার হোসাইন।

উল্লেখ্য, মাহিয়া মাহিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০২২ সালে, ‘যাও পাখি বলো তারে’ সিনেমায়। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ ও শিপন মিত্র।