এমপি আনারকে নিয়ে এখনই মন্তব্য নয়: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
২২ মে ২০২৪, ১৩:২৯
শেয়ার :
এমপি আনারকে নিয়ে এখনই মন্তব্য নয়: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘ভারতের কলকাতায় নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের মরদেহ পাওয়ার বিষয়টি এখনও সরকারিভাবে জানানো হয়নি দেশটি থেকে। তাই এখনই এ বিষয় নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।’

আজ বুধবার ডিএমপি কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদাহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়টি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সরকারিভাবে এখনও নিশ্চিত করা হয়নি, মরদেহ পাওয়ার ব্যাপারে। ভারত এবং বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক যোগাযোগে আছে।’

এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে কিনা-এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আবারও বলেন, ‘এসব তথ্য পাওয়ার ব্যাপারে আমরা কাজ করছি। কোনো একটি পত্রিকা তার মরদেহ পাওয়ার খবর দিয়েছে। তবে ভারতীয় সরকারি পত্রিকা এখনও নিশ্চিত করেনি। এখনই এ বিষয় মন্তব্য করা সম্ভব নয়।’