গৌতম বুদ্ধ হলেন আবুল হায়াত!
বুদ্ধপূর্ণিমার দিনটি ভিন্নভাবে উদযাপন করতে সফদার ডাক্তারের বাড়ির শিশুদের মধ্যে চলে আনন্দ আয়োজন। পরিকল্পনা করা হয় গৌতম বুদ্ধকে নিয়ে মঞ্চনাটক পরিবেশন করা হবে। আর এই আয়োজনকে ঘিরে ঘটতে থাকে মজার ঘটনা।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে এমন গল্প নিয়েই সাজানো দুরন্ত টিভির বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। আজ বুধবার প্রচার হবে নাটকটির তৃতীয় সিজন। এটি নির্মাণ করেছেন পার্থ প্রতিম হালদার।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নাটকে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন ও রাইদা ঋ জুনি। অন্যান্য চরিত্রে আছেন আবুল হায়াত, সাজু খাদেম, প্রাণ রায়, শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জানা গেছে, নাটকটি প্রচার হবে আজ বুধবার সাড়ে দুপুর ১২টায় ও রাত সাড়ে ৮টায়।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’