আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
রাষ্ট্রপতির কর্মসূচি:
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিকেল ৪টায় বঙ্গভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপির যৌথসভা:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহদৎবার্ষিকী উপলক্ষে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এই সভা শুরু হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। সভা শেষে সংবাদ সম্মেলন করবেন তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তাপসের কর্মসূচি:
নিরাপদ নগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ এর আয়োজন করেছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। বিকেল ৩টায় সিরডাপ মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ধর্মমন্ত্রীর কর্মসূচি:
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি থাকবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। সকাল ৯টায় শাহবাগের জাতীয় জাদুঘরে এই শোভাযাত্রা শুরু হবে।
চরমোনাই পীরের কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর)। মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের সভাপতি শহিদুল ইসলাম কবির বৈঠকে সভাপতিত্ব করবেন।
কলেজ শিক্ষার্থীদের আন্দোলন:
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সকাল ১০টায় শাহবাগে আন্দোলনে নামবেন আইডিয়াল কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
পুলিশের ব্রিফিং:
শাহবাগ থানা কর্তৃক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রক্ষিত অজ্ঞাতপরিচয় নারীর হত্যার রহস্য উদঘাটন নিয়ে ব্রিফিং করবেন রমনার ডিসি (অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ আশরাফ হোসেন। বেলা সাড়ে ১১টায় মগবাজারে রমনা ডিসি অফিসে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
আইজিপির ব্রিফিং:
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্তে প্রেস ব্রিফিং করবেন পুলিশের মহাব্যবস্থাপক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বেলা ১১টায় মেরুল বাড্ডায় ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এই ব্রিফিং হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান।