জামিনে মুক্ত ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল
বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদির ভূঁইয়া জুয়েল জামিনে কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। এ সময় কারাফটোকের বাইরে বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল দিয়ে জুয়েলকে বরণ করে নেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বলেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে রাজধানীর বিভিন্ন থানায় আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে গত বছরের আগস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত রাজধানীর পল্টন, শাহজাহানপুর ও ধানমন্ডি থানার পৃথক পাঁচটি মামলায় আবদুল কাদির ভূঁইয়াকে ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। তার বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। ওই পাঁচটি মামলায় গত ১৭ এপ্রিল জুয়েল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে কারাগারে ছিলেন জুয়েল।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার