কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি–সহসভাপতিকে হাতুড়িপেটা
রাজধানীর শাহবাগের শিল্পকলা একাডেমির সামনে দুর্বৃত্তদের হামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দুই নেতা গুরুতর আহত হয়েছেন। তারা হলেন– কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ (৩৭) ও সাবেক সহ-সভাপতি ঝলক (৩৫)।
আজ মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
জানা গেছে, শিল্পকলা একাডেমির সামনে বসা অবস্থায় হঠাৎ ২০ থেকে ২২ দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের হাতুড়ি দিয়ে পেটানোর পাশাপাশি কুপিয়ে জখম করা হয়। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে। পরে আহত ঝলককে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আহত ঝলক বলেন, ‘শিল্পকলা একাডেমির সামনে আমরা কয়েক বন্ধু মিলে চা খাচ্ছিলাম। তখন ছাত্রলীগের ১০-১৫ জন ছেলে লাঠি, হাতুড়ি ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমি মাথায় আঘাতপ্রাপ্ত হই এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাত করে। এছাড়া শ্রাবণ ভাইয়ের পিঠে ধারাল অস্ত্রসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে আমাদের দুজনকে শাহবাগ থানা পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।’
আহত কাজী রণকুল ইসলাম শ্রাবণ বলেন, ‘হামলাকারীদের মধ্যে থেকে এক যুবক বলছিলেন আমি স্থানীয় ছাত্রলীগের থানার সভাপতি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তাদের হাসপাতলে নিয়ে আসা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমন মোহাম্মদ ইশতিয়াক বলেন, ‘রাত আনুমানিক ৯টার দিকে শিল্পকলা একাডেমির সামনে চায়ের দোকানের বেশ কয়েকজন যুবক দুজনকে মারধর করছিলেন। তখন সেখান থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি। তবে তাদের ওপর কে বা কারা হামলা চালিয়েছে তা জানি না।’
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। অবিলম্বে দায়ীদের গ্রেপ্তারের জোর দাবি জানি জানান তিনি।