‘প্রেমের বিয়ে মেনে না নেওয়ায়’ ভাবিকে পেটালেন ননদ, কাটলেন চুল
নেত্রকোণার কলমাকান্দায় শিখা আক্তার শিল্পী (৩৬) নামের এক গৃহবধূকে মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা আজ মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বাবা কলমাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পোগলা ইউনিয়নের কুতিগাও গ্রামের এ ঘটনা ঘটে। শিখা আক্তার উপজেলার কুতিগাও গ্রামের ফজলুল হকের স্ত্রী।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শিখা আক্তারের ননদ রেশমা ও তার স্বামীর লোকজন মিলে গতকাল রাতে শিল্পীর বাড়িতে এসে তাকে মারধর করে। একপর্যায়ে তারা শিল্পীর মাথার চুল কেটে দেন। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর স্বামী ফজলুল হক বলেন, ‘আমার বোন রেশমা প্রেম করে বিয়ে করে। বিষয়টি আমরা মেনে না নেওয়ায় প্রায়ই সে উত্তেজিত হয়ে হামলা করে। আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রীর এমন অবস্থা করেছে তারা।’
শিল্পীর বাবা আব্দুল কুদ্দুস বলেন, ‘আমার মেয়েকে ঘরে একা পেয়ে রেশমা ও তার স্বামী নয়ন মারধর করে মাথার চুল কেটে দিয়েছে। আমি এর বিচার চাই।’
কলমাকান্দা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, ‘শিল্পী নামের এক গৃহবধূ চিকিৎসাধীন আছেন। তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক বলেন, ‘এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’