ভোট দিয়ে ফেসবুকে ব্যালটের ছবি দিলেন যুব মহিলা লীগের নেত্রী

রাজবাড়ী প্রতিনিধি
২১ মে ২০২৪, ২০:০৬
শেয়ার :
ভোট দিয়ে ফেসবুকে ব্যালটের ছবি দিলেন যুব মহিলা লীগের নেত্রী

গোপন কক্ষে ভোট দিয়ে ব্যালটের ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোমানা কবিরের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ‘মোটরসাইকেল’ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে ফেসবুকে নিজেই পোস্ট করেন রোমানা কবির। ওই ছবি ছড়িয়ে পড়লে এলাকায় নানা আলোচনার সৃষ্টি হয়।

রোমানা কবির নামের ফেসবুক আইডি থেকে সিল দেওয়া ব্যালটের ছবি পোস্ট করেন এই যুব মহিলা লীগের নেত্রী। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে ‘মোটরসাইকেল’ প্রতীকে সিল মারা দেখা যাচ্ছে। বিভিন্ন লোকজন তার পোস্টে নেতিবাচক মন্তব্য করছেন।

তবে অভিযোগের বিষয়ে রোমানা কবিরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোরশেদা খাতুন বলেন, ‘ব্যালট পেপারের বিষয়টি গোপনীয়। এটি ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সুযোগ নেই। যদি কেউ ফেসবুকে পোস্ট করে থাকেন। তবে নির্বাচনী অনুসন্ধানী টিম এ বিষয়ে কাজ করবে।’