রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’

অনলাইন ডেস্ক
২১ মে ২০২৪, ১৬:২৭
শেয়ার :
রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ’

স্বাধীন ধারার চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রেইনড্যান্স চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ।’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফুয়াদুজ্জামান ফুয়াদ। আগামী ২৭ জুন লন্ডনে চলচ্চিত্রটির ইন্টারন্যাশনাল প্রিমিয়ারের পরে দর্শক এবং বিচারকদের সঙ্গে সরাসরি একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন সিনেমার প্রযোজক, পরিচালকসহ কলাকুশলীরা।

ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ সিনেমার সহপ্রযোজক মাহফুজ নাজিম মাপেল। এ ছাড়া চলচ্চিত্রটির ক্রিয়েটিভ কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুজানা পায়েল সুস্মিতা। নির্বাহী প্রযোজক মঞ্জুরুল ইসলাম আকাশ এবং চিত্রগ্রাহক যৌথভাবে জারিফ আহমেদ ও আসিফ উদ্দিন। চলচ্চিত্রটির সাউন্ড ডিজাইন করেছেন শাকির আহমেদ অন্তু, ডলবি মিক্সিং রিপন নাথ এবং কালার করেছেন এন. এ. অনিক।

নির্মাতা ফুয়াদুজ্জামান বলেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ মননশীল চলচ্চিত্র নির্মাতাদের সিনেমার পাশে বাংলাদেশের সিনেমার নাম দেখতে পারাও দারুণ আনন্দের। রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের বিচারকদের ধন্যবাদ এবং আমার সিনেমার কলাকুশলীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

এর আগে ফুয়াদুজ্জামান ‘তবে কি পলায়নই মঙ্গল?’, ‘শব্দের ভেতর ঘর’ ও ‘স্যালভেশন অব ট্রি’ নামের কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।

প্রসঙ্গত, আগামী ১৯ জুন লন্ডনে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ জুন পর্যন্ত। মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র সম্মেলনে অংশ নেবেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনেতা, কলাকুশলীরা।