ভারতে গিয়ে নিখোঁজ এমপির মোবাইল ফোন এখনো বন্ধ
ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের খোঁজ মেলেনি পাঁচ দিনেও। গত ১৭ মে তার ফোন কিছুক্ষণের জন্য বিহারে সচল থাকলেও এরপরই বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চান সাংবাদিকরা। তিনি বলেন, ‘ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ আনোয়ারুল আজিমের ব্যাপারে এখনো আপডেট তথ্য মেলেনি। আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থা তার বিষয়ে কাজ করছে। তার মোবাইল ফোনটিও এখনো বন্ধ রয়েছে। আশা করছি শিগগিরই তার খোঁজ পাওয়া যাবে।’
গোয়েন্দা সদস্যরা বলছেন, মোবাইল ফোন থেকে সিমকার্ড আলাদা করে ফেলায় প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। পরিবারের সদস্যরা অনবরত তার দুটি ফোন নম্বরে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। নিখোঁজের পর এমপির ভাতিজা সাইমন এরই মধ্যে ভারতে গেছেন। তার বড় মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও ব্যক্তিগত সহকারী (পিএস) ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সোমবার তারা ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছেন বলে জানা গেছে।
ভারতে যাওয়ার তথ্য নিশ্চিত করে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি, যা করার দুই দেশের পুলিশ করবে। তবে পুলিশকে রবিবার জানানোর পর বাবার মোবাইল আর একবারের জন্যও খোলা পাওয়া যায়নি। আমরা বারবার চেষ্টা করছি। তবে কোনো সন্ধান মিলছে না। আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এখন আমাদের হাতে আর কিছু করার নেই।’
জানা গেছে, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে এমপি আনারের নিখোঁজের বিষয়টি অবহিত করা হয়েছে। ঢাকা থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ সর্বক্ষণ পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদান করছে। ভারতীয় কর্তৃপক্ষ তার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করেছে। তারা জানতে পেরেছে, কলকাতায় বন্ধুর বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইলের লোকেশন একবার পাওয়া গিয়েছিল সেখানকার নিউমার্কেট এলাকায়। এরপর ১৭ মে তার ফোন কিছুক্ষণের জন্য সচল ছিল বিহারে।
প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি। তিনি টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার