রাইসির শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৪, ১৫:৩৯
শেয়ার :
রাইসির শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছে হাজারো মানুষ। আজ মঙ্গলবার দেশটির তাবরিজ স্কয়ারে রাইসিকে শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রদেশ থেকে আসা মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

হেলিকপ্টার দুর্ঘটনায় গতকাল সোমবার সকালে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হয়। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনো জীবিত ব্যক্তি’ পাওয়া যায়নি। বিধ্বস্ত হেলিকপ্টারটি পুড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানও ছিলেন। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়।

ইরনার প্রতিবেদনে বলা হয়, রাইসিকে শ্রদ্ধা জানাতে পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে সুন্নি সম্প্রদায়ের ইরানিরাও অংশ নেন। এ ছাড়া বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ তাকে শ্রদ্ধা জানান। বুধবার তেহরানে বৃহত্তর পরিসরের অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজার নামাজের নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।