আর্থিক প্রতিষ্ঠানের সচিবের সঙ্গে বিআইসিএম প্রতিনিধিদের সাক্ষাৎ
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মো. আবদুর রহমান খানের সঙ্গে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিবের দপ্তরে মো. আবদুর রহমান খানের সঙ্গে ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন উপস্থিত ছিলেন।
সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রতিনিধিরা বিআইসিএমের বিভিন্ন কর্মকাণ্ড ও নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বিআইসিএমের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত ১৯ মে মোঃ আবদুর রহমান খান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে যোগদান করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?