বাংলায় নয়, হিন্দিতেই দেশে আসছে ‘পুষ্পা ২’
গেল বছর থেকে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা। বছরে ১০টি ভারতীয় সিনেমা আমদানির অনুমতিও দিয়েছে তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়। যা শুরু হয় শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে। এরপর একে একে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘ডাঙ্কি’ ও ‘ক্রু’। এবার ‘পুষ্পা ২- দ্য রুল’ দিয়ে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে দক্ষিণ ভারতীয় সিনেমা। তবে বাংলায় নয়, এটি মুক্তি পাবে হিন্দি ভাষায়।
কয়েক বছরে বিশ্ববাজারে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে তেলুগু, তামিল, কন্নড় সিনেমা। ২০২১ সালে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত সর্বভারতীয় সিনেমা ‘পুষ্পা- রাইজ’। পুষ্পারূপী আল্লু অর্জুন বাংলাদেশের অনেক দর্শকেরও প্রিয় তারকা। আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘পুষ্পা ২’, প্রথম কিস্তির চেয়েও বেশি বাজেট এবং বড় আয়োজনে তৈরি হয়েছে এটি।
তেলুগুর পাশাপাশি আগের কিস্তি মুক্তি পেয়েছিল তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় ও হিন্দিতে। এবার ভাষাগুলোর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাও। এরই মধ্যে সিনেমার টাইটেল গান ‘পুষ্পা পুষ্পা’ বাংলায় মুক্তি পেয়ে বেশ প্রশংসিত হয়েছে। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন এরই মধ্যে ‘পুষ্পা ২- দ্য রুল’র ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনাও সেরে রেখেছেন। তবে বাংলায় নয়, হিন্দিতেই সিনেমাটি মুক্তি দেবেন বাংলাদেশে। কারণ বিদেশি সিনেমা আমদানি নীতিমালায় রয়েছে- কোনো সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।
অনন্য মামুন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই “পুষ্পা ২” ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে আমরা হিন্দি ভার্সনই মুক্তি দেব। এখন প্যান ইন্ডিয়ান অনেক ছবিই বাংলায় ডাবিং হচ্ছে। কিন্তু আমরা কখনোই হিন্দি ছাড়া বাংলা ডাবিংয়ে মুক্তি দেবে না।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি আরও বলেন, ‘আমদানিকারক হিসেবে এই আইনের বিরুদ্ধে আপিল করতে পারতাম, তবে করব না। এতে আমাদের দেশি ছবির ক্ষতি হতে পারে। দক্ষিণের একেকটা ছবির বাজেট আকাশছোঁয়া। তাদের সঙ্গে আমাদের ছবির প্রতিযোগিতা করতে সময় লাগবে। এখনই যদি বাংলা ডাবিংয়ে “পুষ্পা ২”র মতো ছবি মুক্তি পায় তাহলে তো দর্শক আমাদের ছবির চেয়ে ওই ছবিগুলোর দিকেই বেশি ঝুঁকে পড়বে। সিনেমার মানুষ হয়ে এই ক্ষতি করতে পারি না আমি।’
এদিকে, আগামী ৩১ মে বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। একই দিনে এটি বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে, নিশ্চিত করেছেন অনন্য মানুন। ইতিমধ্যেই সিনেমাটি মুক্তি দেওয়ার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছেন তিনি। আজ মঙ্গলবার অনুমতি পাবেন বলেও আশা করছেন এই নির্মাতা। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’